ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) তাদের আওতাধীন প্রতিটি ওয়ার্ডে উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানো বন্ধে বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করেছে। অঞ্চলভিত্তিক এ টিমগুলো বর্জ্য ব্যবস্থাপনায় তদারকি করবে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
শুক্রবার (২২ আগস্ট) ডিএসসিসির সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য জানা যায়। এর আগে সংস্থার সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম দপ্তর আদেশে টিম অনুমোদন দেন।
সচিব জানান, নগরীতে উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানো জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। এ সমস্যা মোকাবিলায় প্রতিটি অঞ্চলে ভিজিল্যান্স টিম সক্রিয় থাকবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা কার্যকর হয়েছে।
ডিএসসিসি সূত্রে জানা যায়, প্রতিটি ভিজিল্যান্স টিমের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। টিমের সদস্য সচিব হিসেবে থাকবেন আঞ্চলিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। এছাড়া সদস্য হিসেবে থাকবেন পরিচ্ছন্ন পরিদর্শক ও আঞ্চলিক সহকারী প্রকৌশলী।