বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাউডি রাঠোর ২’ আর হচ্ছে না। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা-র প্রতিবেদনে বলা হয়েছে, প্রযোজক শবিনা খান ও পরিচালক সঞ্জয় লীলা বানসালি টানা তিন বছরের চেষ্টা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল পাননি। এর ফলে এই সিক্যুয়েল প্রজেক্ট বাতিল করা হয়েছে। সিক্যুয়েলের জন্য লেখা চিত্রনাট্য এখন ব্যবহার করা হবে অন্য একটি সিনেমার জন্য।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাউডি রাঠোর’-এর মেধাস্বত্বধারী প্রতিষ্ঠান ডিজনি ইন্ডিয়া প্রাথমিক আলোচনার পরও সিক্যুয়েলকে অনুমোদন দিতে অনিচ্ছুক ছিলেন। এক সূত্র জানিয়েছে, “ডিজনির অনাগ্রহের কারণে শবিনা খান ও সঞ্জয় লীলা বানসালি ‘রাউডি রাঠোর ২’ প্রজেক্ট স্থগিত করতে বাধ্য হয়েছেন। চিত্রনাট্য এখন নতুন একটি সিনেমার জন্য ব্যবহৃত হবে, যা আর রাউডি রাঠোর ট্যাগ বহন করবে না।”
শোনা যাচ্ছে, নতুন সিনেমার পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতনামা তামিল নির্মাতা পি এস মিথরান। আগামী বছরের শুরুতে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে নতুন সিনেমায় অভিনয় করবেন কোন অভিনেতা বা অভিনেত্রী তা এখনও নির্ধারিত হয়নি।
প্রসঙ্গত, প্রথম ছবি ‘রাউডি রাঠোর’ মুক্তি পাওয়ার পর দর্শক ও সমালোচকের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সিক্যুয়েল নির্মাণের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ফ্যানদের মধ্যে উৎসাহ বিরাজ করেছিল। কিন্তু ডিজনির অনিচ্ছা ও চিত্রনাট্যের পুনর্ব্যবহার অন্য প্রজেক্টে কাজে লাগানোর কারণে ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো না। এভাবে ‘রাউডি রাঠোর ২’-এর পরিকল্পনা বাতিল হওয়ায় সিনেমাপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে, তবে নতুন সিনেমার জন্য কৌতূহলও তৈরি হয়েছে।