Ridge Bangla

চীনে নির্মাণাধীন সেতুর তার ছিঁড়ে ১০ জন নিহত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি রেলওয়ে সেতুর অংশ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবারের (২২ আগস্ট) এ ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সেতুটির বিশাল গোলাকার অংশ হঠাৎ ভেঙে পড়ে ইয়েলো নদীতে তলিয়ে যায়। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সেতুটির মাঝের অংশ ধসে গেছে, পাশে দাঁড়িয়ে রয়েছে দুটি বিশাল মাচা টাওয়ার ও কয়েকটি ক্রেন।

সিচুয়ান-কিংহাই রেলওয়ের সেতুটি বিশ্বের বৃহত্তম-স্প্যান ডাবল-ট্র্যাক রেলওয়ে কন্টিনিউয়াস স্টিল ট্রাস আর্চ সেতু। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে চীনে এই ধরনের দুর্ঘটনা বেশ সাধারণ। গত বছরের ডিসেম্বরে শেনজেন শহরে একটি বড় রেলওয়ে নির্মাণস্থানে ধস নামলে ১৩ জন নিখোঁজ হয়েছিলেন। সে সময় কোনো জীবিত ব্যক্তি উদ্ধারের খবর পাওয়া যায়নি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন