Ridge Bangla

সোমবার শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলন আগামী সোমবার (২৫ আগস্ট) শুরু হচ্ছে। রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।

সভায় সীমান্ত নিরাপত্তা ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা বিষয় আলোচনায় আসবে বলে জানা গেছে। আলোচ্যসূচিতে রয়েছে সীমান্তে অনুপ্রবেশ ও ‘পুশ ইন’ ঠেকানো, সীমান্ত হত্যাকাণ্ড প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান নিয়ন্ত্রণ এবং সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন পণ্যের চোরাচালান দমন। এছাড়া ১৫০ গজের মধ্যে অননুমোদিত স্থাপনা নির্মাণ বন্ধ, সীমান্তবর্তী নদীর তীর রক্ষায় যৌথ উদ্যোগ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

অন্যদিকে বিএসএফের এক বিবৃতিতে জানানো হয়, সীমান্ত এলাকায় অবকাঠামোগত সমস্যা, আন্তসীমান্ত অপরাধ দমন ও একক-সারি বেড়া নির্মাণসহ বিভিন্ন ইস্যু ভারতীয় প্রতিনিধিরা উত্থাপন করবেন। দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত ফেব্রুয়ারিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। এবার ঢাকা বৈঠককে কেন্দ্র করে সীমান্তে বিদ্যমান সমস্যা সমাধান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন