জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা জিনাত তামান্না নির্মাণ করেছেন একক নাটক ‘ভাবিনি এমন হবে’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তিনি নিজেই। এতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও শাশ্বত দত্ত। আরও আছেন মিলি বাসার, পাপ্পুসহ অনেকে। নাটকটি আগামী শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে।
শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। গল্পে দেখা যাবে তানিয়া লন্ডন থেকে মাকে নিয়ে যেতে শ্রীমঙ্গলে আসেন। এসে দেখেন শাশ্বত দত্ত তার মা মিলি বাসারকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে রেখেছেন। মায়ের ওপর অস্বাভাবিক প্রভাব বিস্তার করায় তানিয়া সন্দেহ করেন, শাশ্বত হয়তো সম্পত্তির লোভে কোনো ষড়যন্ত্র করছেন। ধীরে ধীরে নানা সত্য উন্মোচিত হতে থাকে, শুরু হয় নাটকীয় পরিণতি।
নাটক প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, “গল্পটা খুবই চমৎকার। আমরা বৃষ্টির সময় শ্রীমঙ্গলে অনেক কষ্ট করে শুটিং করেছি। দর্শক আমাকে নতুনভাবে দেখবেন এই নাটকে।” অভিনেত্রী মিলি বাসার জানান, “ঢাকার বাইরে খুব একটা কাজ করি না। তবে এই নাটকের মায়ের চরিত্রটি আলাদা। জিনাত নারী পরিচালক হিসেবে চরিত্রটি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।”
নির্মাতা জিনাত তামান্না বলেন, “মুরাদ পারভেজ আমার নাট্যগুরু। তার কাছেই শিখেছি চিত্রনাট্য ও নির্মাণের কৌশল। সেই শিক্ষার অভিজ্ঞতা নিয়েই কাজ করছি।” জিনাত তামান্না এর আগে নির্মাণ করেছেন ‘বুনোহাঁস’, ‘তোমারই আবেশে’, ‘ডার্কএঞ্জেল সিরিজ’সহ একাধিক নাটক। বর্তমানে তিনি ‘পাঠানো চিঠি’, ‘মধ্যবর্তিনী’, ‘দুইবোন’সহ আরও কিছু একক নাটক নির্মাণ করছেন, যা বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।