Ridge Bangla

পিএসসিতে নতুন তিন সদস্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন তিন সদস্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

নতুন সদস্যরা হলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আমজাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মো. মহিউদ্দিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের এ পদে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, বর্তমানে কমিশনের সদস্য সংখ্যা ১৫ জন। নতুন তিন সদস্য শপথ নিয়ে যোগ দিলে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৮ জনে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন