Ridge Bangla

‘একগুচ্ছ কদম’-এ নির্বাক পারশা, মুগ্ধ দর্শক

বৈষম্যবিরোধী আন্দোলনে সাহসের জ্বালানি জুগিয়েছিল কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণির গান। ‘চলো ভুলে যাই’ শিরোনামে মেধা শহিদদের জন্য লেখা দশ মিনিটের গানটি দ্রুত বিশ্বের আনাচণ্ডকানাচে ছড়িয়ে পড়েছিল। পারশার কথা ও সুরে লেগে থাকা হাহাকার অশ্রু ঝরিয়েছিল দেশের মানুষের চোখে। কেবল সংগীতশিল্পী হিসেবে নয়, অভিনেত্রী হিসেবেও সুনাম অর্জন করেছেন পারশা। এর আগে দর্শকের মন কাড়েছিলেন জাহিদ প্রীতমের ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে ঊষা চরিত্রে অভিনয় করে। এবার তিনি হাজির হয়েছেন ‘একগুচ্ছ কদম’ শীর্ষক শর্টফিল্মে।

ছবির দৈর্ঘ্য মাত্র পাঁচ মিনিট, যেখানে পারশার বিপরীতে দেখা গেছে প্রান্ত আবিদকে। এই খুদে চলচ্চিত্রের নির্মাতা জাহিদ প্রীতম। গল্পের প্রণয়ন করেছেন রাসেল মাহমুদ। ছবিতে কোনো সংলাপ নেই, থাকছে শুধু ঝুমবৃষ্টির শব্দ এবং খুদেবার্তায় আলাপ। শেষ মুহূর্তে ‘একগুচ্ছ কদম’ দিয়ে দুজন চরিত্র কাছাকাছি আসে, যা দর্শকের মনকে প্রলুব্ধ করেছে।

ছবির মুক্তির তিন দিনে ইউটিউবে দর্শক সংখ্যা ছুঁয়েছে ১.৩ মিলিয়ন। মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন তাদের মুগ্ধতা এবং প্রশংসা। দর্শকরা জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের এই শর্টফিল্মে পারশা ও প্রান্ত আবিদের অভিনয় হৃদয় স্পর্শ করেছে। শুধু সংলাপ নয়, চরিত্রের ভাব-ভঙ্গি ও ছোটখাট আলাপও যথেষ্ট প্রভাব ফেলেছে। ঝুমবৃষ্টি এবং নান্দনিক দৃশ্যের মাধ্যমে গল্পের আবহ তৈরি করা হয়েছে।

‘একগুচ্ছ কদম’ একটি সংক্ষিপ্ত চলচ্চিত্র হলেও দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে সক্ষম হয়েছে। পারশা মাহজাবীন পূর্ণি এই অভিনয় দিয়ে প্রমাণ করেছেন, তিনি শুধু কণ্ঠশিল্পী নয়, পর্দায় চরিত্রের জীবন্ত অভিব্যক্তি ফুটিয়ে তোলার ক্ষমতাসম্পন্ন অভিনেত্রীও।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন