বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি ঢাকা ছাড়েন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানিয়েছে, এ সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন সহযোগিতার দিক নিয়েও আলোচনা হবে। বিশেষ করে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিনিময় সংক্রান্ত বিষয়ে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
এছাড়া সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখবেন। এতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সহযোগিতা বিদ্যমান। বিভিন্ন সময় চীন থেকে বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র, সরঞ্জাম ও প্রশিক্ষণ সহায়তা নিয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। সেনাপ্রধানের এ সফরকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। সাত দিনের এ সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ আগস্ট ২০২৫ তারিখে দেশে ফিরে আসবেন বলে আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।