Ridge Bangla

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ড, ১০টি যানবাহন পুড়ে ছাই

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে স্টেশনে একটি বাসে গ্যাস রিফিল করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পাশে রাখা একে একে ৯টি অটোরিকশা এতে পুড়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন গ্যাস পাম্পের মূল মজুদে পৌঁছাতে পারেনি। ফলে ভয়াবহ বিস্ফোরণ বা বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়। মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত না হলেও ফায়ার সার্ভিস বলছে, গ্যাস রিফিল করার সময় কারিগরি ত্রুটি বা অসতর্কতা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন