Ridge Bangla

অভিনব কৌশলে শাহরুখের ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা যুবকের

মুম্বাই সফরে শাহরুখ খানের ‘মান্নাত’ না দেখলে ভক্তদের সফর অসম্পূর্ণ ধরা হয়। সাধারণত ভক্তরা দূর থেকে বাড়িটি দেখে মনের আনন্দে সন্তুষ্ট থাকেন। কিন্তু সম্প্রতি এক তরুণ ভক্ত অভিনব এক কৌশল অবলম্বন করে সরাসরি মান্নাতে প্রবেশের চেষ্টা করেছেন।

ঘটনাটির নায়ক হলেন শুভম প্রজাপত, যিনি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, শুভম মান্নাতের বাইরে দাঁড়িয়ে শাহরুখ খানের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করছেন। যেহেতু সাধারণ ভক্ত হিসেবে মূল গেটে প্রবেশ অসম্ভব, তাই তিনি অভিনব এক কৌশল বের করেন।

শুভম নিজেই জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার করেন—একটি নিজের জন্য, অন্যটি শাহরুখের জন্য। ডেলিভারির ঠিকানা হিসেবে তিনি দেন মান্নাতের ঠিকানা। কিছুক্ষণ পর আসল ডেলিভারি বয় আসলে, শুভম তাকে রাজি করিয়ে ডেলিভারি ব্যাগটি হাতে নেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে মান্নাতের মূল গেটের দিকে এগিয়ে যান, যেন সত্যিই ডেলিভারি দিতে এসেছেন।

তবে মান্নাতের কড়া নিরাপত্তা তাকে ভেতরে ঢুকতে দেয়নি। প্রধান গেটের প্রহরী পেছনের গোপন দরজা ব্যবহার করার পরামর্শ দেন। শুভম সেখানে যান, কিন্তু পেছনের গেটেও তার আশা পূরণ হয়নি। প্রহরী তাকে ফোন করতে বলেন যিনি অর্ডার করেছেন, কিন্তু ফোনে কোনো উত্তর পাননি। প্রহরীর চোখে মুহূর্তের মধ্যে নাটকটি ধরা পড়ে। মজার ছলে তিনি বলেন, “শাহরুখ খান নিজে যদি ফোন করেন, তাহলে কফি নির্মাতারা তার সামনে নাচতে শুরু করবে।”

ভক্ত ও নেটিজেনরা ভিডিওটি মজারভাবে উপভোগ করছেন এবং শুভমের অভিনব প্রচেষ্টা নিয়ে হাসি ঠাট্টা করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন