Ridge Bangla

জাপানে মার্কিন রণতরীতে আগুন, ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

জাপানের ওকিনাওয়া দ্বীপের উপকূলে মার্কিন রণতরী ইউএসএস নিউ অরলিন্সে আগুন লেগেছে। বুধবার (২০ আগস্ট) স্থানীয় সময় ভোরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। নৌবাহিনীর একজন মুখপাত্র নিউজউইককে জানান, ১২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ২৪ হাজার ৪৩৩ টন ওজনের এই উভচর (জল ও স্থল) পরিবহণ জাহাজটির দৈর্ঘ্য ২০৮ দশমিক ৪ মিটার (৬৮৪ ফুট)। এটি বর্তমানে ওকিনাওয়ার হোয়াইট বিচ নৌঘাঁটির কাছে নোঙর করা রয়েছে।

এদিকে জাপান কোস্টগার্ড জানায়, প্রথমে মার্কিন সেনারা তাদের সহায়তা চাইলেও পরে তা বাতিল করে। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবারও সহায়তা চাওয়া হয়। জাপান কোস্টগার্ডের মুখপাত্র তেতসুহিরো আজুমাহিগা জানান, কোস্টগার্ড, নৌবাহিনী ও বেসরকারি প্রতিষ্ঠানের চারটি জাহাজ রাতভর আগুন নেভানোর কাজে অংশ নেয়। কোনো হতাহতের খবর মেলেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত নয়।

বর্তমানে জাপানে প্রায় ৫৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যাদের বেশিরভাগই ওকিনাওয়ায় অবস্থান করছে। জাপানে মার্কিন সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি উপস্থিতি এক নিরাপত্তা চুক্তির অংশ, যা কখনও কখনও স্থানীয় জনগণের মধ্যে হতাশা তৈরি করে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন