দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে দেশের প্রত্যেক নাগরিক ধর্ম, বর্ণ ও অবস্থান নির্বিশেষে সমান অধিকার ভোগ করবেন। এটি শুধু দলের নীতি নয়, বরং বিএনপির রাজনীতির মূল ভিত্তি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপু।
তারেক রহমান বলেন, পিআর পদ্ধতি কার্যকরভাবে চালু করতে হলে দেশে সমান সুযোগ ও রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই উপযোগিতা তৈরি করতে পারেনি। তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবসময় সংগ্রাম করে আসছে। দেশের প্রতিটি মানুষকে সমান মর্যাদায় দেখাই বিএনপির অঙ্গীকার।
সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার বলেন, মানুষের আস্থা ফেরাতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা অপরিহার্য। ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল মনে করেন, জনগণের অধিকার নিশ্চিত না হলে কোনো ব্যবস্থাই কার্যকর হবে না। সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু বলেন, বিএনপি সবসময় বহুত্ববাদী সমাজব্যবস্থার পক্ষে। প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাস জানান, নারীর সমান অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু ও নিপুণ রায় চৌধুরীও বক্তব্য দেন।
বক্তারা একমত হন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না আনা পর্যন্ত কোনো নতুন পদ্ধতি কার্যকরভাবে প্রয়োগ সম্ভব নয়। বিএনপির লক্ষ্য হলো, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং রাষ্ট্র পরিচালনায় সমান অংশগ্রহণ নিশ্চিত করা।