Ridge Bangla

জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও যোদ্ধাদের জন্য ঘোষিত কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৫ এর বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। বুধবার (২০ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গেজেট অনুযায়ী, স্বীকৃত শহিদ পরিবারের সদস্যরা এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। আহতদের শারীরিক অবস্থার ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে অতি গুরুতর আহতরা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা, গুরুতর আহতরা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা এবং আহতরা এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা ভাতা পাবেন।

এতে আরও উল্লেখ করা হয়, কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন ও তদারকির জন্য কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় কমিটির সভাপতি হবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বা উপদেষ্টা, জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক এবং উপজেলা কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব কমিটি আর্থিক সুবিধা বিতরণ, যোগ্যতা যাচাই এবং পুনর্বাসন কার্যক্রমে সমন্বয়ের দায়িত্ব পালন করবে। পাশাপাশি শহিদ পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ করবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুন সরকার ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এতে আন্দোলনে প্রাণ হারানোদের “জুলাই শহিদ” এবং আহতদের “জুলাই যোদ্ধা” হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন