Ridge Bangla

নায়করাজ রাজ্জাকের প্রয়াণের আট বছর আজ

ঢালিউডের নায়করাজ রাজ্জাক নেই, তবু তার উপস্থিতি রয়ে গেছে এক দীর্ঘ ছায়ার মতো। ৭৫ বছরের জীবনের মধ্যে পাঁচ দশকের বেশি সময় তিনি উৎসর্গ করেছিলেন চলচ্চিত্রকে। শুধু নায়ক হিসেবেই নয়, পুরো ইন্ডাস্ট্রির অভিভাবক হিসেবেও তিনি ছিলেন অনন্য।

আজ (২১ আগস্ট) এই মহান অভিনেতার প্রয়াণ দিবস। ২০১৭ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার প্রয়াণের পর কেটে গেছে রাজ্জাকহীন ঢালিউডের আট বছর। বিশেষ কোনো সাংগঠনিক আয়োজন না থাকলেও পারিবারিকভাবে দিনটি স্মরণ করা হয়।

নায়করাজ রাজ্জাকের পুরো নাম আব্দুর রাজ্জাক। তিনি ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার নাকতলা এলাকায় জন্মগ্রহণ করেন। অভিনয়ের স্বপ্ন নিয়ে বম্বেতে গিয়েও সাফল্য পাননি। পরে কলকাতায় ফিরে মাত্র ২০ বছর বয়সে বিয়ে করেন। কলকাতার দাঙ্গার সময় স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঢাকায় চলে আসেন।

১৯৬৪ সালে ঢাকায় সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। রাজ্জাক তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। বাণিজ্যিক ছবি থেকে গল্পনির্ভর চলচ্চিত্র সব ক্ষেত্রেই সমান সফল ছিলেন। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘বেহুলা’, ‘আগুন নিয়ে খেলা’, ‘এতটুকু আশা’, ‘নীল আকাশের নিচে’, ‘জীবন থেকে নেয়া’, ‘ওরা ১১ জন’, ‘অবুঝ মন’, ‘রংবাজ’, ‘আলোর মিছিল’, ‘অশিক্ষিত’, ‘ছুটির ঘণ্টা’, ‘বড় ভালো লোক ছিল’।

অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাণেও দক্ষ ছিলেন এবং পরিচালনা করেছেন ১৬টি চলচ্চিত্র। তার কীর্তিতে রয়েছে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক (২০১৫)। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি পাঁচবার শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন। আজীবন সম্মাননাও পেয়েছেন।

প্রয়াণের আট বছর পরও ঢাকাই সিনেমায় তার শূন্যতা স্পষ্ট। নায়করাজ রাজ্জাক চিরকাল বাংলার মানুষের হৃদয়ে নায়ক হয়ে রয়ে গেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন