Ridge Bangla

দেব-সানি লিওনের পুরোনো নাচের ভিডিও ফের ভাইরাল

টালিউড সুপারস্টার দেব বর্তমানে ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে রয়েছেন। সদ্য মুক্তি পাওয়া দেব-শুভশ্রীর নতুন ছবি ‘ধূমকেতু’ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। ১০ বছর পর এই জুটিকে বড়পর্দায় একসঙ্গে দেখতে পেয়ে দর্শকরা রীতিমতো উচ্ছ্বসিত। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে দেবের একটি পুরোনো ভিডিও, যেখানে বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে রোমান্টিক নাচে মেতে উঠেছিলেন তিনি।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সাদা কোট-প্যান্টে দেব আর ছাই রঙের শিফন শাড়িতে সানি মঞ্চে নাচছেন দেবের জনপ্রিয় গান ‘কী করে তোকে বলব তুই কে আমার’-এর তালে। মঞ্চের সামনের সারিতে ছিলেন অভিনেত্রী মানামী ঠাকুর ও কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাদেরও নাচ উপভোগ করতে দেখা যায়।

তবে এটি সাম্প্রতিক কোনো অনুষ্ঠান নয়। প্রায় চার বছর আগে সম্প্রচারিত জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনাল থেকে নেওয়া ক্লিপ। সে সময় শোয়ের বিচারকের আসনে ছিলেন দেব নিজেই। বিশেষ পর্বে সানির সঙ্গে সেই আকর্ষণীয় নৃত্য পরিবেশন করেছিলেন তিনি। ভিডিওটি নতুন করে ভাইরাল হলেও জুটি-তাপমাত্রা একটুও কমেনি, বরং নতুন প্রজন্মের দর্শকরাও এটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন।

এদিকে, ‘ধূমকেতু’-এর সাফল্যের পাশাপাশি দেবের পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’ নিয়েও শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি মুক্তি পাওয়া ছবিটির টিজারে দেবের নতুন লুক ও চরিত্র দর্শকদের মাঝে কৌতূহল বাড়িয়ে তুলেছে। প্রযোজনা সংস্থার পরিকল্পনা অনুযায়ী, ছবিটি আসন্ন পুজোয় মুক্তি পাবে। বর্তমানে সিনেমা হলে দেব-শুভশ্রীর রসায়ন যেমন আলোচনায়, তেমনি অনলাইনে দেব-সানির ভাইরাল নাচও সমান জনপ্রিয়তা পাচ্ছে। দুই ভিন্ন মঞ্চেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু নায়ক দেব।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন