Ridge Bangla

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর আর্জেন্টিনায় পালানোর পরিকল্পনার অভিযোগ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ার বলসোনারো ও তার ছেলে এদুয়ার্দো বলসোনারোর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে দেশটির পুলিশ। সংস্থাটির তদন্তে উঠে এসেছে, ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থান চেষ্টার মামলায় বিচার এড়াতে আর্জেন্টিনায় রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছিলেন বলসোনারো। এ বিষয়ে তার মোবাইল ফোন থেকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর উদ্দেশ্যে লেখা ৩৩ পাতার একটি খসড়া পত্র উদ্ধার হয়েছে।

তবে এর আগে বলসোনারো জোর দিয়ে বলেছিলেন তিনি কখনো দেশ ছাড়ার চিন্তা মাথায় আনেননি। পুলিশের মতে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পত্রটি সর্বশেষ সম্পাদিত হয়েছিল। উল্লেখ্য, ওই সময় তিনি তার পাসপোর্ট জমা দিতে বাধ্য হয়েছিলেন। তবে আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনো এধরনের কোনো চিঠি পায়নি।

এদুয়ার্দো বলসোনারোর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ট্রাম্প প্রশাসনের মাধ্যমে ব্রাজিল সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেছেন। ধারণা করা হচ্ছে এজন্যই যুক্তরাষ্ট্র ব্রাজিলীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ বাড়িয়েছে এবং আটজন সুপ্রিম কোর্ট বিচারকের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে।

গৃহবন্দি থাকা সাবেক এই প্রেসিডেন্ট তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাকে রাজনৈতিকভাবে হেনেস্তা করা এবং রাজনীতি থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যেই এসব মামলা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন