Ridge Bangla

ডিএমপির সাবেক এডিসি নাজমুল ইসলাম সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলামকে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার ও পলাতক থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির সাবেক এডিসি নাজমুল ইসলাম বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকলেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত ২৩ এপ্রিল থেকে কর্মস্থলে উপস্থিত হননি। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ধারা ৩(খ) ও ৩(গ) অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’ শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপধারা (১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।

জানা যায়, গত ২২ এপ্রিল অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের সৎমা নিশি ইসলামের দায়ের করা মামলায় শাওন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলায় নাজমুল ইসলাম অন্যতম আসামি ছিলেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন এবং কর্মস্থলে উপস্থিত হননি।

প্রজ্ঞাপনের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে, আইন ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারি বিধি-বিধানের অধীনে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে শৃঙ্খলাবদ্ধ থাকার গুরুত্ব অপরিসীম। এই বরখাস্ত পদক্ষেপকে আনুষ্ঠানিকভাবে শৃঙ্খলা রক্ষা ও দায়িত্বহীনতা রোধের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন