Ridge Bangla

ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধে ঢাকার চিঠি

ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় বাংলাদেশে নিষিদ্ধ দল আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয় স্থাপন করেছে এমন তথ্যের পরিপ্রেক্ষিতে ভারতের কাছে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দিল্লিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে যাতে অবিলম্বে এ ধরনের কার্যালয় বন্ধ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা বর্তমানে ভারতের মাটিতে অবস্থান করছেন। তারা এনজিওর আড়ালে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন এবং বাংলাদেশের স্বার্থবিরোধী প্রচারণায় যুক্ত হচ্ছেন। এর অংশ হিসেবেই গত ২১ জুলাই দিল্লি প্রেসক্লাবে দলের কয়েকজন নেতা সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন। এ ঘটনা ভারতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সরকারের মতে, ভারতের ভেতরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের এ ধরনের কর্মকাণ্ড স্পষ্টতই বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি অবমাননা। একইসঙ্গে এটি দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তরের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এ ধরনের কার্যকলাপ বাংলাদেশি জনগণের মধ্যে নেতিবাচক মনোভাব সৃষ্টি করতে পারে, যা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে ব্যাহত করবে। তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে জানিয়েছে, অবিলম্বে ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধের পদক্ষেপ নিতে এবং কোনো বাংলাদেশি নাগরিককে সেখান থেকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না দিতে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন