ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করা হবে। এরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকে চারজন নির্বাচন কমিশনার ছাড়াও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্তকরণকে কেন্দ্র করে দীর্ঘ আলোচনা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমরা কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করেছি। যেহেতু এতে অনেক বিষয় রয়েছে, তাই আজকের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রবিবার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।”
তিনি আরও জানান, কমিশনের প্রতিটি ধাপ ও অগ্রগতি নিয়ে আলাপের পরই রোডম্যাপ প্রকাশ করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন স্বচ্ছ ও সুষ্ঠু রোডম্যাপ প্রণয়নে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
ইসি সূত্র জানায়, রোডম্যাপে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দসহ ভোটগ্রহণের আগে প্রয়োজনীয় কার্যক্রমের পূর্ণাঙ্গ নির্দেশনা থাকবে। কমিশনের কর্মকর্তারা মনে করেন, এ রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হবে।