Ridge Bangla

১২ বছরেও জাতীয়করণ না হওয়া প্রাথমিক শিক্ষকরা আন্দোলনে যাচ্ছেন

ঘোষণার ১২ বছর পার হলেও দেশের প্রায় পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো জাতীয়করণের বাইরে রয়ে গেছে। এ অবস্থায় ‘এক দফা, এক দাবি—জাতীয়করণ চাই’ স্লোগান তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি সরকার সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। এরপর ধাপে ধাপে অনেক বিদ্যালয় জাতীয়করণের আওতায় এলেও ২০১৯ সালের ২৫ মে’র আগে প্রতিষ্ঠিত প্রায় পাঁচ হাজার বিদ্যালয় এখনও বাদ পড়ে আছে।

সমিতির মহাসচিব মো. ফিরোজ উদ্দিন অভিযোগ করে বলেন, জাতীয়করণের জন্য কনসালটেশন কমিটি সুপারিশ করলেও তা কার্যকর হয়নি। এতে হাজারো শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন।

যুগ্ম সচিব সুমন কুমার চাকি বলেন, ২০১৮ সাল থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত ২৬ জুলাই আবারও জাতীয়করণের সুপারিশ করা হয়েছে। তবু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ শিকদার মানববন্ধনে বলেন, “আমরা বৈষম্য চাই না। সরকারি বা বেসরকারি—সব প্রাথমিক বিদ্যালয়কেই জাতীয়করণের আওতায় আনতে হবে। একই দেশে দুটি নীতি চলতে পারে না।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন