জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান জানিয়েছেন, কারও মুখে সরাসরি ‘আই লাভ ইউ’ শোনা তার মোটেই ভালো লাগে না। বরং এমন কথা তাকে বিরক্ত করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনায় তিনি এ অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
সাদিয়ার মতে, পছন্দের বিষয়টি প্রকাশ করার নিজস্ব একটি সৌন্দর্য আছে। তিনি বলেন, “যদি কেউ সরাসরি প্রপোজ করে বলে ‘আই লাভ ইউ’, আমার একদম ভালো লাগে না। পছন্দের ব্যাপারটা আরও সুন্দরভাবে প্রকাশ করা উচিত।”
তবে তিনি ব্যাখ্যা করেন, যদি সম্পর্কের উদ্দেশ্য হয় বিয়ে বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা, তবে সেটিকে তিনি ইতিবাচকভাবে নেন। তার ভাষ্য, “যদি এমন হয় যে আমি পছন্দ করি, আর আমার ভবিষ্যৎ পরিকল্পনায় বিয়ে করার ইচ্ছে আছে, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু শুধু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটা আমার ভালো লাগে না।”
ব্যক্তিজীবনের পাশাপাশি তিনি ক্যারিয়ার নিয়েও মত প্রকাশ করেন। সাদিয়ার মতে, অভিনয় জগতে টিকে থাকা এবং ধারাবাহিকভাবে ভালো কাজ করা একজন অভিনেত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি মনে করেন, শুধুমাত্র প্রতিভা নয়, নিয়মিত ভালো কাজ ও দর্শকের আস্থা ধরে রাখাই দীর্ঘ ক্যারিয়ারের মূল ভিত্তি।
বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। টেলিভিশন নাটক থেকে শুরু করে ওয়েব কনটেন্ট সব মাধ্যমেই সমানভাবে কাজ করছেন সাদিয়া আয়মান। দর্শকদের ভালোবাসাই তাকে সবসময় নতুন কাজে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি। শোবিজ অঙ্গনের অনেকে মনে করেন, সরলতা আর পরিশ্রমের মাধ্যমে সাদিয়া ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর নিজের অবস্থানকে ধরে রাখতে তিনি বেছে নিচ্ছেন কাজের প্রতি দায়বদ্ধতা আর মানসম্মত অভিনয়।