Ridge Bangla

মাইলস্টোন দুর্ঘটনায় চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রাণ হারানো শিক্ষকরা: প্রধান উপদেষ্টা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য উদাহরণ হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিহত শিক্ষকদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি বলেন, “বেশ কিছুদিন পার হলেও এই দুঃসহ স্মৃতি এখনো সবার মনে দগদগে হয়ে আছে। আপনাদের শোক একা নয়, জাতি হিসেবে আমরাও তা বহন করছি। মানবতার দৃষ্টান্ত হিসেবে এ শিক্ষকরা আমাদের গর্ব।”

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল জানান, দুর্ঘটনার সময় স্ত্রী আহত হলেও শিশুদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেন। হাসপাতালে শেষবার কথা হয় তাদের। তিনি বলেন, “আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, নিজের সন্তানদের কথা একবারও ভাবলে না কেন? উত্তরে সে বলেছিল, ওরাও তো আমার সন্তান।”

শিক্ষক মাহফুজা খাতুন ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ আগস্ট মারা যান। তার মেয়ে আয়েশা সিদ্দিকা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি ভেবেছিলাম মা সুস্থ হয়ে ফিরবেন। কিন্তু মা চলে গেলেন, আমি এখন একেবারে একা।”

মাসুকা বেগমের পরিবার জানায়, তিনি সবসময় পরিবারের পাশে থেকেছেন, নিয়মিত বাবা-মা ও আত্মীয়দের খোঁজখবর নিয়েছেন। তার জীবন ছিল পরিবার আর স্কুলকে ঘিরে।

প্রধান উপদেষ্টা বলেন, “তাদের সাহসিকতা আমাদের অনুপ্রাণিত করে। আগুনে ঝাঁপ দিয়ে অন্যের প্রাণ বাঁচানোর এই দৃষ্টান্ত আমাদের সবাইকে নাড়া দিয়েছে। তারা জাতির আদর্শ হয়ে থাকবেন, তাদের স্মৃতি ধরে রাখতে যা প্রয়োজন, আমরা তা করব।” বৈঠকে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন