Ridge Bangla

বাংলাদেশ সিরিজের জন্য নেদারল্যান্ডসের দল ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। সিলেটে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ডাচরা। এই সিরিজে নেদারল্যান্ডস দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্রিকেটার স্কট এডওয়ার্ডস। আগামী ২৬ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের সবকটি ম্যাচ। আগামী ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।

নেদারল্যান্ডস দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি। তবে সম্ভাব্য খেলোয়াড়েরা সবাই সিলেটে চলে গেছেন। আজ থেকে আগামী তিন দিন দুপুর থেকে রাত পর্যন্ত স্কিল অনুশীলন করবেন তারা। ২৩ আগস্ট বিরতি দিয়ে ২৪ ও ২৫ আগস্ট হবে ম্যাচ পরিস্থিতির অনুশীলন। এরপর ২৬ আগস্ট বিসিবি হাই পারফরম্যান্স দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই প্রথম বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস। এর আগে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তারা খেলেছে এখানে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা বাংলাদেশে খেলেছে সাতটি ম্যাচ, তবে কোনোটিই বাংলাদেশের বিপক্ষে নয়। টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি পাঁচ লড়াইয়ে বাংলাদেশের জয় চারটি, নেদারল্যান্ডসের একমাত্র জয়টি নিজেদের মাঠে ২০১২ সালে।

নেদারল্যান্ডস স্কোয়াড: ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার এবং ড্যানিয়েল ডোরাম।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন