বলিউডের প্রতিভাবান অভিনেত্রী বিদ্যা বালান আবারও খবরের শিরোনামে এলেন। একসময় বড় পর্দায় গৌতম হালদারের ‘ভালো থেকো’ সিনেমার মাধ্যমে অভিষেক হওয়া এই অভিনেত্রী এবার সামাজিক মাধ্যমে বাংলা গানে লিপ দিয়ে ভাইরাল হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) বিদ্যা নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি জনপ্রিয় অভিনেতা অনির্বাণের গান ‘আমাদের বকুল তলায় ভিড় জমেছে… ভাইরাল’-এর সঙ্গে লিপ সিঙ্ক করছেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
বিদ্যা বালান ২০০৩ সালে বলিউডে যাত্রা শুরু করেন এবং ক্যারিয়ারের প্রারম্ভ থেকেই একাধিক হিট সিনেমা উপহার দেন। এর ফলে তিনি বলিউডের শীর্ষ সারির নায়িকাদের মধ্যে স্থান পান। তবে সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে তার উপস্থিতি আগের মতো বেশি চোখে পড়ে না।
বিদ্যার সর্বশেষ বড় পর্দার কাজ ছিল ‘ভুলভুলাইয়া ৩’। আনিস বাজমির পরিচালিত সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরি। সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছেও প্রশংসিত হয়।
বিদ্যার সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আকস্মিক প্রকাশনা দেখায়, তিনি এখনও ফ্যানদের সঙ্গে সংযোগ রাখতে এবং নতুন ধরণের কনটেন্টে অংশ নিতে আগ্রহী। ভিডিওটি তার ভক্তদের মধ্যে রসিকতা, আনন্দ এবং কৌতূহল উভয়ই সৃষ্টি করেছে। বিদ্যার এই লিপ সিঙ্ক ভিডিও বাংলা গানের জনপ্রিয়তা এবং বলিউড-সেলিব্রিটির সামাজিক মাধ্যমে সংযুক্তির মিশ্রণকে তুলে ধরেছে। ভক্তরা এখন আরও আশা করছেন, ভবিষ্যতে বিদ্যা নতুন ধরনের শৈল্পিক প্রয়াস এবং বড় পর্দার কাজেও ফিরে আসবেন।