অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ এ দল। নুরুল হাসান সোহান ও আফিফ হোসেনের ব্যাটিং নৈপুণ্যে নর্দান টেরিটরি স্ট্রাইককে ২২ রানে হারিয়ে সিরিজের চতুর্থ ম্যাচে জয়ে ফিরল দলটি।
মঙ্গলবার (১৯ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডের ২ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান তোলে বাংলাদেশ এ। আফিফ হোসেন অপরাজিত ৪০ বলে ৪১ রান করেন, আর অধিনায়ক নুরুল হাসান ২৩ বলে ৩৫ রান যোগ করেন। জিশান (৩০), নাঈম (২৫) ও ইয়াসির আলি (২২*)-ও উল্লেখযোগ্য অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানে থামে নর্দান টেরিটরির ইনিংস। ইনিংসের শুরুতেই হাসান মাহমুদ জেক ওয়েদারল্যান্ডকে ফিরিয়ে দেন। এরপর রিপন মণ্ডল আউট করেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডার্সি শর্টকে। তোফায়েল আহমেদও তুলে নেন গুরুত্বপূর্ণ এক উইকেট। রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও তোফায়েল আহমেদ—প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
নর্দান টেরিটরির হয়ে সিল্ক সর্বোচ্চ ৪৮ রান এবং ক্যারল ৪৩ রান করেন। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের দেখা মেলে নুরুল-আফিফদের। ম্যাচসেরা নির্বাচিত হন অধিনায়ক নুরুল হাসান।
আগামী বৃহস্পতিবার নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশ এ মুখোমুখি হবে মেলবোর্ন স্টারস একাডেমির।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এ: ২০ ওভারে ১৭২/৪ (আফিফ ৪১*, নুরুল ৩৫, জিশান ৩০, নাঈম ২৫, ইয়াসির ২২*; মেনজিস ২/৪৩)
নর্দান টেরিটরি স্ট্রাইক: ২০ ওভারে ১৫০/৭ (সিল্ক ৪৮, ক্যারল ৪৩; রাকিবুল ২/২২, হাসান ২/২৩, তোফায়েল ২/২৬)
ফল: বাংলাদেশ এ ২২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নুরুল হাসান