Ridge Bangla

বিটিআরসির নতুন মহাপরিচালক মেহেদী-উল-সহিদ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মেহেদী-উল-সহিদ। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ২৫ আগস্টের মধ্যে মেহেদী-উল-সহিদকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ওইদিন বিকেল থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশ এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিটিআরসির পূর্ববর্তী মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করে প্রেষণে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। একইদিন প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত আরেকটি প্রজ্ঞাপনও জারি করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন