Ridge Bangla

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৮৫৬: রোড সেফটি ফাউন্ডেশন

চলতি বছরের জুলাই মাসে সারাদেশে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৮ জন এবং আহত হয়েছেন ৮৫৬ জন। নিহতদের মধ্যে ৭২ জন নারী ও ৫৩ জন শিশু রয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনার পাশাপাশি নৌপথে ৬ জন এবং রেলপথে ১৮ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে এক মাসে দুর্ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২ জন। নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৯ জন, পথচারী ৯২ জন এবং বিভিন্ন যানবাহনের চালক ও সহকারী ৫৬ জন।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। ঢাকায় ১১৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০৫ জন। এর মধ্যে শুধু রাজধানীতে ঘটে যাওয়া ২৬টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে— ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, অতিরিক্ত গতি, চালকদের নির্দিষ্ট বেতন ও কর্মঘণ্টার অভাব, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা।

দুর্ঘটনা কমাতে সংস্থাটি কয়েকটি সুপারিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে— দক্ষ চালক তৈরির উদ্যোগ, চালকদের জন্য নির্দিষ্ট বেতন ও কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএর কার্যক্রম জোরদার, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল বন্ধ ও আলাদা সার্ভিস রোড নির্মাণ, ধাপে ধাপে সব মহাসড়কে ডিভাইডার তৈরি, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, নৌ ও রেলপথ উন্নয়ন, টেকসই পরিবহন কৌশল প্রণয়ন এবং সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকরভাবে বাস্তবায়ন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন