থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরেন মির্জা ফখরুল। দেশে ফেরার পর রাত ১১টা পর্যন্ত তিনি গুলশানে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর হঠাৎ অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে হাসপাতালে নিয়ে যান। রাত ১টার পর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার পর তার চিকিৎসা শুরু হয়। এসময় দায়িত্বে থাকা বিশেষজ্ঞ অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামান তার চিকিৎসার দায়িত্ব নেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
রাত ২টা ২০ মিনিটে অধ্যাপক জাহিদ সাংবাদিকদের জানান, “আলহামদুলিল্লাহ, এখন উনি ভালো আছেন।” তিনি আরও বলেন, চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।
উল্লেখ্য, মির্জা ফখরুল সম্প্রতি সাত দিনের জন্য ব্যাংককে চিকিৎসা নিতে গিয়েছিলেন। দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও অসুস্থ হয়ে পড়ায় দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। বিএনপির পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।