ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান আগামী সেপ্টেম্বরে নতুন একটি ছবির শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন। ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে পরিচালনায় থাকছেন বিজ্ঞাপন ও টিভি নাটক নির্মাণে পরিচিত নির্মাতা সাকিব ফাহাদ। জানা গেছে, সিনেমার বড় একটি অংশের শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।
সবচেয়ে বড় চমক হলো এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সিনেমার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মৌখিকভাবে সব কিছু চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। আগামীকালই আনুষ্ঠানিকভাবে তিশাকে চূড়ান্ত করা হতে পারে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে পরিচালক কিংবা তানজিন তিশা কেউই মন্তব্য করেননি।
সিনেমার কাহিনি ঘিরে থাকছে গোয়েন্দা অ্যাকশন থ্রিলার। শাকিব খানকে এখানে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক একজন দক্ষ এজেন্টের চরিত্রে। শাহরুখ খানের ‘পাঠান’ বা সালমান খানের ‘টাইগার’ সিরিজের মতো এই চরিত্রও হবে একের পর এক দুঃসাহসিক মিশন সফল করার নেপথ্য নায়ক। দেশের হয়ে জীবন বাজি রেখে অপারেশন পরিচালনার মধ্য দিয়ে তিনি হাজির হবেন নতুন রূপে।
সিনেমার কাজ আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে বলে জানা গেছে। দীর্ঘদিন পর নতুন জুটি নিয়ে বড় বাজেটের এই ছবিটি শাকিব ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। অন্যদিকে তানজিন তিশার জন্য এটি হবে বড়পর্দায় তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা।