ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এর নাম পরিবর্তন করে এখন থেকে ‘ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)’ নামে পরিচিত হবে। সোমবার (১৮ আগস্ট) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের ১৪৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, ১৯৯৫ সালে মেলাটি আন্তর্জাতিক ও দেশীয় ক্রেতা-বিক্রেতাদের সমন্বয়ে শুরু হয়েছিল। মূল লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানকে সরাসরি অংশগ্রহণের সুযোগ দিয়ে উন্নতমানের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা এবং দেশীয় বাজারের সঙ্গে তাদের সংযোগ স্থাপন।
তবে বাস্তবে দেখা যাচ্ছে, অধিকাংশ বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ না করে দূতাবাস, সরকারি প্রতিনিধি দল বা স্থানীয় এজেন্টের মাধ্যমে যুক্ত হচ্ছে। এতে মান যাচাই কঠিন হয়ে পড়ছে, অনেক সময় বিদেশি ব্র্যান্ড না থাকায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে এবং বিদেশি ক্রেতাদের আগ্রহ কমে যাচ্ছে।
এই প্রেক্ষাপট বিবেচনায় এনে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দিয়ে নতুন নাম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে এটি শুধুমাত্র ‘ঢাকা বাণিজ্য মেলা’ নামে অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান তানভীর রহমান।