Ridge Bangla

মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা অচ্যুত পোতদার

‘থ্রি ইডিয়টস’খ্যাত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। সোমবার (১৮ আগস্ট) তিনি থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই অভিনেতা। আমির খানের ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’-এ রাগী অধ্যাপকের ভূমিকায় তাঁর অভিনয় দর্শকের মনে বিশেষভাবে স্থান করে নিয়েছিল।

অভিনয়ে আসার আগে অচ্যুত পোতদারের কর্মজীবন ছিল ভিন্নধর্মী। মধ্যপ্রদেশের রেওয়ার এক কলেজে অধ্যাপনা দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর তিনি প্রায় ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরির পাশাপাশি তিনি মঞ্চে অভিনয় শুরু করেন এবং ৪৪ বছর বয়সে প্রথমবার বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর।

অভিনয়ের দীর্ঘ চার দশকে অচ্যুত পোতদার ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাণিজ্যিক থেকে সমালোচকদের প্রশংসিত—সব ধরনের ছবিতেই সমান দক্ষতায় নিজেকে প্রমাণ করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর। তবে রাজকুমার হিরানির ২০০৯ সালের থ্রি ইডিয়টস-এ অধ্যাপকের চরিত্রে তাঁর উপস্থিতি আজও দর্শকদের স্মৃতিতে অম্লান।

আরো পড়ুন