Ridge Bangla

চবিতে চালু হলো পরিবেশবান্ধব ই-কার সেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি কমাতে চালু হয়েছে পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার (ই-কার) সেবা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার তিন জোড়া ই-কারের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ই-কারগুলো তিনটি নির্দিষ্ট রুটে চলবে—ফরহাদ হোসেন হল থেকে জিরো পয়েন্ট, আইন অনুষদ থেকে শহীদ মিনার এবং জিরো পয়েন্ট থেকে বায়োলজিক্যাল সাইন্স পর্যন্ত। প্রতিটি রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ থেকে ১৫ টাকার মধ্যে। শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতিদিন রিকশা ভাড়ায় অতিরিক্ত খরচ হতো। ই-কার সেবা চালু হওয়ায় আর্থিক সাশ্রয় হবে এবং রিকশা ও সিএনজি চালকদের দৌরাত্ম্য কমবে। তবে তারা রুট ও গাড়ির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন।

উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, “শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা ই-কার সেবা চালু করেছি। এতে রিকশা ভাড়ার চাপ কমবে এবং শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে যেতে পারবে। এটি ক্যাম্পাসে একটি মাইলফলক উদ্যোগ।”

আরো পড়ুন