যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক অস্থিরতার মধ্যেই ভারতকে স্বস্তির বার্তা দিল চীন। বেইজিং ঘোষণা করেছে, তারা ভারতের জন্য সার, রেয়ার আর্থ ম্যাগনেট ও টানেল বোরিং মেশিন রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি-এর সঙ্গে বৈঠকে এই গুরুত্বপূর্ণ সামগ্রীতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান। বর্তমানে ওয়াং য়ি দু’দিনের সফরে ভারতে অবস্থান করছেন। সোমবার দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে তিনি জয়শঙ্করকে আশ্বস্ত করেন যে, বেইজিং ভারতের অনুরোধে পদক্ষেপ শুরু করেছে। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই এসব সামগ্রী জাহাজে উঠতে শুরু করেছে।
ভারতের পক্ষ থেকে বিশেষভাবে অটোমোবাইল ও ইলেকট্রনিক্স খাতের জন্য প্রয়োজনীয় রেয়ার আর্থ ম্যাগনেট ও খনিজ রপ্তানিতে চীনের বিধিনিষেধ নিয়ে উদ্বেগ জানানো হয়। তবে গত মাসে জয়শঙ্কর ও ওয়াং য়ি দু’দফা বৈঠক করে। লাদাখ সীমান্তে সেনা প্রত্যাহারের পর রাজনৈতিক মতভেদ কমাতে উভয় দেশ আস্থা বৃদ্ধিমূলক পদক্ষেপের অংশ হিসেবে অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল করতে একমত হয়।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককেই নতুন মাত্রা দেবে না, বরং এমন এক সময় বার্তা বহন করছে, যখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চীনের ওপর চাপ বাড়াচ্ছে।