Ridge Bangla

বরগুনায় শেখ মুজিব ও হাসিনাসংশ্লিষ্ট ৪ শতাধিক বই আগুনে পুড়িয়ে দিল শিক্ষার্থীরা

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরি থেকে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীসহ আওয়ামী লীগের নানা ধরণের প্রায় চার শতাধিক বই বের করে আগুনে পোড়ানো হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।

শিক্ষার্থীরা জানায়, গত বছরের ৫ আগস্ট জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওই সরকারের চিহ্ন মুছে ফেলা হলেও বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরিতে তখনও শেখ মুজিব ও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অসংখ্য বই মজুত ছিল। পরে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে চার শতাধিক বই লাইব্রেরি থেকে বের করে কলেজ প্রাঙ্গণে আগুনে ধ্বংস করে।

কলেজের কম্পিউটার ডিপার্টমেন্টের এক শিক্ষার্থী বলেন, “আগস্টের পরিবর্তনের পর এসব বই থাকার কথা ছিল না। শিক্ষকরা বলেছিলেন বইগুলো সরানো হয়েছে। কিন্তু লাইব্রেরি ঘেঁটে সেগুলো পাওয়া গেলে আমরা একত্রিত হয়ে আগুনে পুড়িয়ে দিই।”

এ বিষয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিহাব হোসাইন জানান, লাইব্রেরির চতুর্থ তলার একটি কক্ষ থেকে শেখ মুজিবের গল্পগ্রন্থসহ চার শতাধিক বই শনাক্ত করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মিলে সেগুলো পুড়িয়ে ধ্বংস করে।

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কার্তুনিয়া বলেন, “আমি মাত্র দেড় মাস আগে দায়িত্ব নিয়েছি। আগের অধ্যক্ষ জানিয়েছিলেন, এসব বই সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু পরে জানা যায়, লাইব্রেরিতে আড়াল করে রাখা ছিল। শিক্ষার্থীরা সেখান থেকে বইগুলো বের করে পুড়িয়ে দেয়।”

আরো পড়ুন