সিলেটের সাদা পাথর ও বিভিন্ন কোয়ারি এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে পাথর লুটপাট ও অবৈধ বালু উত্তোলন ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা নিয়ে দেশজুড়ে সমালোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ক্ষোভ প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন এনেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক প্রজ্ঞাপনে জানায়, সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারোয়ার আলম। তিনি এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। সারোয়ার আলম প্রশাসনে একজন সক্রিয় কর্মকর্তা হিসেবে পরিচিত। রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকাকালে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছিল।
এদিকে, একই দিনে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, কোম্পানিগঞ্জ উপজেলার আলোচিত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করে ফেঞ্চুগঞ্জ উপজেলায় সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেঞ্চুগঞ্জের বর্তমান ইউএনও মো. শফিকুল ইসলাম।
কোম্পানিগঞ্জে পাথর উত্তোলনকে কেন্দ্র করে একাধিকবার অস্থিরতা ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকার অভিযোগ ওঠে বারবার। সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক প্রশাসনিক রদবদল পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। সরকারি মহলও আশা করছে, নতুন ডিসি ও ইউএনও দায়িত্ব নেওয়ার পর সিলেটে পাথর লুটপাট ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।