Ridge Bangla

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১৯ আগস্ট)। এ উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

১৯৮০ সালের ১৯ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এর যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এটি বিএনপির অন্যতম মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুযায়ী, আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি শুরু হবে। সকাল ১০টায় বনানীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়া সারাদেশে জেলা ও মহানগর শাখায় র্যালি, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপনের মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামীকাল (২০ আগস্ট) উপজেলা, থানা ও পৌর শাখাগুলো একই ধরনের কর্মসূচি পালন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর চেষ্টা করছে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে শীর্ষ নেতারা ৪০টি জেলা সফর করেছেন। দ্রুত বাকি জেলাগুলোতেও সফর সম্পন্নের পরিকল্পনা রয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, বিএনপি সবসময় নির্বাচনমুখী দল। নেতাকর্মীরা শুধু ভোট নয়, যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায়ও প্রস্তুত আছেন। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী তারা ভবিষ্যতে কাজ করবেন।

আরো পড়ুন