Ridge Bangla

সিনেমার নায়িকা হিসেবে আসছেন রুনা খান

ছোট ও বড় পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন রুনা খান। এবার প্রথমবারের মতো তিনি সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ ছবিটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী।

নির্মাতা জানিয়েছেন, সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ইতিমধ্যেই রুনা খান চুক্তিবদ্ধ হয়েছেন। বাকি শিল্পীদের নির্বাচন প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের শেষ প্রান্তে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, তার আগে নির্মাণ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।

নায়িকা চরিত্রে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, “পরিণত শিল্পী হিসেবে নিজেকে উপস্থাপন করতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে যাচ্ছি। সেই কারণেই ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-এর নায়িকা চরিত্রটি বেছে নিয়েছি। দর্শক যেন পর্দায় আমাকে নতুন রূপে আবিষ্কার করতে পারেন, সেই ভাবনা থেকেই চেষ্টা করছি নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে।”

তিনি আরও জানান, “আমরা যারা অভিনয়ে যুক্ত, সবাই পর্দায় দেখা যায়। কিন্তু অনেকেই ভুলে যান, পর্দার বাইরেও আমাদের আলাদা জীবন আছে। আমাদেরও সুখ-দুঃখ, হাসি-কান্নার বাস্তব গল্প রয়েছে। এমনই এক নায়িকার গল্প নিয়েই তৈরি হচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। পরিকল্পনামাফিক কাজটি শেষ করতে পারলে আমি বিশ্বাস করি, এটি দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।”

এ ছবির মাধ্যমে রুনা খান নিজেকে নতুনভাবে উপস্থাপন করার পাশাপাশি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা উপহার দিতে চান। নির্মাণ প্রক্রিয়া চলমান থাকায় চলচ্চিত্রটির পূর্ণাঙ্গ প্রকাশ ও অন্যান্য শিল্পীদের নাম প্রকাশ শিগগিরই আশা করা হচ্ছে। ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ আগামী সময়ের চলচ্চিত্র জগতের জন্য রুনা খানের অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

আরো পড়ুন