ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় হঠাৎ কাপলিং হুক ভেঙে ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যার আগে থেকেই ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, বিকেল পৌনে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি আশুগঞ্জ স্টেশনের কাছাকাছি পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। তখন ট্রেনের মোট ১৬ বগির মধ্যে ৬ বগি পিছনে থেকে যায়। পরে ইঞ্জিনসহ বাকি ১০ বগি নিয়ে ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করে যাত্রাবিরতি দেয় এবং কিছু সময় পর ঢাকার উদ্দেশে পুনরায় রওনা হয়।
তবে ভৈরব রেলসেতুতে ওঠার পর নতুন আরেকটি সমস্যার সৃষ্টি হয়। ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে সেটি সেতুর ওপর আটকে পড়ে। ফলে দীর্ঘ সময় যাত্রীরা দুর্ভোগে পড়েন এবং গুরুত্বপূর্ণ এই রুটের রেল চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. সাকির জাহান গণমাধ্যমকে জানান, ট্রেনটি আশুগঞ্জে প্রবেশের আগেই দুই বগির কাপলিং হুক ভেঙে যায়। এতে পেছনের ছয়টি বগি আলাদা হয়ে পড়ে। পরে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে বাকি ১০ বগি নিয়ে ট্রেনটি সাময়িকভাবে যাত্রা অব্যাহত রাখলেও ইঞ্জিন বিকল হওয়ায় সেতুর ওপর আটকে যায়।
ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যাত্রীরা দুর্ভোগ পোহালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে।