কক্সবাজার থেকে অসুস্থ হয়ে ঢাকায় ফেরার পরপরই রাজধানীর এক বেসরকারি হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।
ফেসবুকে স্ট্যাটাসে তিশা লিখেছেন, “আজ বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, এটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
গত শনিবার রাত ১০টার পর এয়ার অ্যাম্বুলেন্সে ফারুকীকে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়। এরপর তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সংস্কৃতি উপদেষ্টার একান্ত সচিব (পিএস) মুকতাদিরুল আহমেদ জানান, “স্যার হাসপাতালে আছেন, চিকিৎসকরা দেখছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন। তিনি আগের চেয়ে ভালো আছেন।” ফারুকীর অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্প ও সংস্কৃতি জগতের অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ অবদান রাখছেন। তার সুস্থতার খবরে কলাকুশলীদের মধ্যে স্বস্তির বাতাস বইছে, এবং তার দ্রুত স্বাস্থ্যলাভের জন্য সবাই দোয়া করছেন।