জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের আরও পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। আন্দোলন চলাকালে দাপ্তরিক কাজে বাধা দেওয়া এবং কর্মচারীদের আন্দোলনে উস্কে দেওয়ার অভিযোগে সোমবার (১৮ আগস্ট) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে একই দিন দুপুরে এনবিআরের কাস্টমস বিভাগের চার কর্মকর্তা—দুই অতিরিক্ত কমিশনার ও দুই কমিশনার—কে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১২ মে ঘোষিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’-এর বিরোধিতা করে এনবিআর, কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মচারীরা আন্দোলনে নেমেছিলেন। এ সময় পাঁচ কর্মকর্তা দাপ্তরিক কাজ ব্যাহত করেন এবং কর্মচারীদের স্বাভাবিক দায়িত্ব ছেড়ে রাজস্ব ভবনে এসে আন্দোলনে অংশ নিতে বাধ্য করেন। তাদের এমন কর্মকাণ্ডে দেশের রাজস্ব আহরণ কার্যক্রমে মারাত্মক ক্ষতি হয়। এজন্য বিভাগীয় ব্যবস্থা হিসেবে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানায়, বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে। এর মধ্য দিয়ে এনবিআরের বিভিন্ন শাখা থেকে একদিনে মোট নয় কর্মকর্তা বরখাস্ত হলেন।
সম্প্রতি ঘোষিত নতুন রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ নিয়ে অসন্তোষের জেরে এনবিআরের বিভিন্ন দপ্তরে কর্মবিরতি ও আন্দোলন চলছে। সরকারের মতে, এসব আন্দোলন রাজস্ব সংগ্রহ ব্যাহত করছে এবং তা রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী।