২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস পেরিয়েও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বেহাল দশা বিরাজ করছে। সব মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে বরাদ্দের মাত্র ০.৬৯ শতাংশ অর্থই খরচ হয়েছে। এমনকি ১২টি মন্ত্রণালয় ও বিভাগ এক টাকাও খরচ করতে পারেনি। বাকিরা খাতা খুললেও নামমাত্র অর্থ ব্যবহার করতে পেরেছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সব মন্ত্রণালয় ও বিভাগের জন্য এ অর্থবছরে মোট বরাদ্দ ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে জুলাই মাসে খরচ হয়েছে মাত্র ১,৬৪৫ কোটি টাকা।
এডিপি খরচের ক্ষেত্রে সব মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে খাদ্য মন্ত্রণালয়, যা বরাদ্দের ১১.৩০ শতাংশ অর্থ ব্যবহার করেছে। এরপর মন্ত্রী পরিষদ বিভাগ (৭.০৫ শতাংশ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (৩.৫৬ শতাংশ), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (৩.৫১ শতাংশ) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (৪.৪৬ শতাংশ) রয়েছে।
অন্যদিকে খরচের খাতা খুলতে পারেনি এমন ১২টি মন্ত্রণালয় ও বিভাগ হলো– পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং সংসদ বিষয়ক সচিবালয়। এদের জন্য বরাদ্দ রয়েছে ১৭ হাজার ১৬১ কোটি টাকা।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে এডিপি বাস্তবায়ন বাড়ানোর জন্য বিশেষ নজরদারি চলছে। তবে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জানুয়ারি থেকে প্রকল্প বাস্তবায়নের গতি শ্লথ হওয়ার আশঙ্কা রয়েছে।