চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে পৌরসভার সত্তরঘাট এলাকায় এ সংঘর্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারসহ অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, গোলাম আকবর খন্দকার রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দীন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন। একই সময়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা ৯ আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সত্তরঘাট এলাকায় পৌঁছালে মুখোমুখি অবস্থান থেকে সংঘর্ষ শুরু হয়।
এ সময় গোলাম আকবর খন্দকারের গাড়িবহরে হামলা চালানো হয়, একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। খন্দকারের অনুসারীরা অভিযোগ করেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষের লোকজনই তাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।
চট্টগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আমরা কবর জিয়ারতে যাচ্ছিলাম, কিন্তু পথে হামলার শিকার হই। এতে গোলাম আকবর খন্দকারসহ যুবদলের নেতারা গুরুতর আহত হয়েছেন।” ঘটনার পর খন্দকারের সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।