জুলাই সনদের খসড়া নিয়ে বিএনপি শতভাগ একমত হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “মাত্র দুই-একটি শব্দগত পরিবর্তন বাদ দিলে খসড়া নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।”
বুধবার (৩০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে মাত্র ৫১টিতে বিএনপি একমত হতে পারেনি। তিনি প্রশ্ন তোলেন, “এরপরও বিএনপি সংস্কার চায় না—এমন কথা বলার সুযোগ কোথায়?”
তিনি আরও বলেন, “জুলাই সনদে সব দলের স্বাক্ষর থাকবে। এটি আগামী সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে। এই সনদ নিয়ে কাউকে ধোঁকা দেওয়ার সাহস কোনো দলের নেই।”
নারী আসন প্রসঙ্গে বিএনপি নেতা জানান, কিছু রাজনৈতিক দলের ভিন্ন মত থাকায় আলোচনায় বড় কোনো অগ্রগতি হয়নি। তবে নোট অব ডিসেন্ট (আপত্তি জানানোর সুযোগ রেখে) যুক্ত করার মাধ্যমে বেশিরভাগ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়েছে।
বিএনপির প্রস্তাবে নারী আসনের সংখ্যা একশতে উন্নীত করার পাশাপাশি সরাসরি নির্বাচনের বিধান অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ৫ শতাংশ আসনে সরাসরি মনোনয়ন এবং ৫০টি আসন সংরক্ষণের প্রস্তাব রাখা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “জুলাই সনদ এমন একটি দলিল, যা ভবিষ্যৎ সংসদের মাধ্যমে কার্যকর হবে। তাই এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”