Ridge Bangla

টানা ১৭ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড উগান্ডার

আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি সাফল্যের ইতিহাস নেই উগান্ডার। ১৯৯৮ সালে তারা আইসিসির সহযোগী সদস্য হয় এবং ২০১৯ সালে খেলে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচে বোতসোয়ানাকে ৫২ রানে হারিয়েছিল তারা। এরপর থেকে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে আফ্রিকার এই দলটি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে উগান্ডা যেন অন্য রূপে হাজির হয়েছে।

এরই ধারাবাহিকতায় তারা গড়েছে এক অনন্য রেকর্ড—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৭ ম্যাচ জয়ের কৃতিত্ব। ২০২৪ সালের অক্টোবরে বাহরাইনের কাছে হারের পর থেকে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে তারা। এই সময়ে বাহরাইন, বতসোয়ানা, রুয়ান্ডা, নাইজেরিয়া, সিঙ্গাপুর, ইতালি, হংকং, তানজানিয়া, কেনিয়া এবং দু’বার সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে উগান্ডা।

২০২৩ সালের নভেম্বরে আফ্রিকা অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আইসিসির পূর্ণ সদস্য জিম্বাবুয়েকে হারিয়ে তারা আলোচনায় আসে। বিশ্বকাপে বড় দলের বিপক্ষে জয় না পেলেও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেয়ে নিজেদের সামর্থ্য জানান দেয়।

২৫ জুলাই কেনিয়াকে হারিয়ে তারা ১৬ ম্যাচে টানা জয় তুলে নেয় এবং স্পেনকে (১৫ জয়) পেছনে ফেলে শীর্ষে ওঠে। এরপর ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টানা ১৭ জয়ের বিশ্বরেকর্ড গড়ে। এখন পর্যন্ত তারা ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৮৭টিতে, হেরেছে মাত্র ২৩টি ম্যাচে।

টানা জয়ের তালিকায় স্পেন রয়েছে দ্বিতীয় স্থানে (১৫ জয়), তৃতীয় স্থানে জাপান (১৪ জয়), আর ১৩ জয় করে মালয়েশিয়া ও বারমুডা অবস্থান করছে পরবর্তী স্থানে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আফগানিস্তান ও ভারতের রয়েছে টানা ১২ জয়ের রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা জয়ের তালিকা:

  • উগান্ডা: ১৭ (২০২৪–বর্তমান)

  • স্পেন: ১৫ (২০২৩–বর্তমান)

  • জাপান: ১৪

  • মালয়েশিয়া: ১৩

  • বারমুডা: ১৩

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন