বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতসহ ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল ২০২৪ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোকে পঞ্জিকা বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিতে হয়। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।
জনসংযোগ পরিচালক জানান, এবার ২৯টি দল সময়মতো অডিট রিপোর্ট জমা দিয়েছে। এ ছাড়া ১০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। তবে ১০টি দল নির্ধারিত সময়ে অডিট রিপোর্ট জমা দেয়নি। সাধারণত দলের আবেদনের ভিত্তিতে সময় বৃদ্ধির নজির রয়েছে বলে জানান তিনি।
ইসির কর্মকর্তারা জানান, সময়মতো রিপোর্ট জমা না দেওয়া দলগুলো ও সময় বৃদ্ধির আবেদনের বিষয়টি কমিশন সভায় উপস্থাপন করা হবে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আইন অনুযায়ী, কোনো দল টানা তিন বছর অডিট রিপোর্ট জমা না দিলে তাদের নিবন্ধন বাতিল করার ক্ষমতা রয়েছে ইসির।
এবার এক যুগ পর আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হওয়ায় দলটিকেও প্রথমবার অডিট রিপোর্ট জমা দিতে হয়েছে। অন্যদিকে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির অডিট রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল না।