Ridge Bangla

ভারতের ঝাড়খন্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ১৮ তীর্থযাত্রী নিহত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) তীর্থযাত্রীবাহী একটি বাস রান্নার গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঝাড়খণ্ড রাজ্যের দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে বাসটির ধ্বংসাবশেষ দেখা গেছে, যার পেছনের অংশ প্রায় পুরোপুরি পুড়ে গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট নাগাদ পুণ্যার্থীদের নিয়ে একটি বাস ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথধামের দিকে যাচ্ছিল। দেওঘর-বাসুকিনাথ সড়কে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা নিকটস্থ মোহনপুর থানাকে খবর দিলে পুলিশ উপস্থিত হয়। আহতদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। বাকি আহতদের বেশির ভাগেরই অবস্থা আশঙ্কাজনক।

দেওঘরের সাংসদ নিশিকান্ত দুবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেছেন, “আমার লোকসভা নির্বাচনী এলাকা দেওঘরে শ্রাবণ মাসে কানওয়ার যাত্রার সময় বাস ও ট্রাক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। বৈদ্যনাথ তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।”

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তার কার্যালয় থেকে জানানো হয়েছে, ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন