Ridge Bangla

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি জাপান-যুক্তরাষ্ট্রে

রাশিয়ার কামচাটকা উপকূলে রিখটার স্কেলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৩০ জুলাই) ভোরে আঘাত হানা এই কম্পনকে দেশটির সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে আখ্যায়িত করেছেন স্থানীয় গভর্নর। ভূমিকম্পের পরপরই চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয় এবং জাপান, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও তাইওয়ানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, “এটি গত কয়েক দশকে আমাদের অঞ্চলে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।” ভূমিকম্পের পরপরই উপকূলবর্তী শহরগুলোতে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়।

যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ সতর্ক করেছে যে, “বিধ্বংসী সুনামি ঢেউয়ের” ঝুঁকি রয়েছে। জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় এলাকায় তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে প্রায় ১৩৬ কিলোমিটার দূরে।

প্রাথমিক ধাক্কার পর একই অঞ্চলে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার মাত্রা যথাক্রমে ৬.৯ ও ৬.৩। এদিকে, জাপান ও তাইওয়ান উপকূলীয় এলাকায় জনগণকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের কিছু এলাকায় জরুরি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প-পরবর্তী আফটারশকের কারণে সুনামি ঝুঁকি আরও বাড়তে পারে। এটি রাশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন