বিভিন্ন জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনরত ১০২ জন কর্মকর্তাকে তাদের পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহারকৃত সবাই ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসব কর্মকর্তাকে এসিল্যান্ডের দায়িত্ব থেকে সরিয়ে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার পদে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের এসিল্যান্ডের দায়িত্ব থেকে পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে এ ১০২ কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হলো। পরে তাদেরকে ভিন্ন পদে পদায়ন করা হবে।
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে জেলা প্রশাসন কার্যালয়ের অধীনে দায়িত্ব পালন করে থাকেন বিসিএস প্রশাসন ক্যাডারের নবীন কর্মকর্তারা। এ পদে থেকে তারা মাঠ প্রশাসনের অভিজ্ঞতা অর্জন করেন। তবে নির্ধারিত সময় শেষে ধাপে ধাপে তাদেরকে অন্য পদে বদলি বা পদায়ন করা হয়।
এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের এসিল্যান্ডের দায়িত্ব থেকে সরিয়ে বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।” প্রজ্ঞাপনে প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের দ্রুত বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।