ফ্রান্স এবং যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বুধবার (৩০ জুলাই) অটোয়ায় কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেন, তার দেশ সেপ্টেম্বরে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই রাষ্ট্র দ্বি-রাষ্ট্র সমাধানের অংশ হবে অর্থাৎ ইসরায়েল এবং ফিলিস্তিন পাশাপাশি বসবাস করবে। কার্নি বলেন, গাজার “বিপর্যয়” দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আশঙ্কা প্রকাশ করেন যে ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা আমাদের চোখের সামনে ম্লান হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার করতে হবে। গাজা নিয়ন্ত্রণকারী হামাস “কোনও ভূমিকা রাখতে পারবে না” বলেও মন্তব্য করেন তিনি।
ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার ব্যাপারে যুক্তরাজ্যের ঘোষণার ঠিক একদিন পরই কানাডা এমন ঘোষণা দিল। গত সপ্তাহে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁও বলেছিলেন, ফ্রান্স সেপ্টেম্বরে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।