Ridge Bangla

ভারতে ধোনি-কোহলির সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি

বিশ্ব ফুটবলের জাদুকর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচে অংশ নিতে ভারতে ৩ দিনের সফরে আসছেন। এই সফরে মেসি তিনটি শহর—কলকাতা, মুম্বাই এবং দিল্লি ভ্রমণ করবেন। ভ্রমণকালে মেসিকে কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্সে সংবর্ধনা জানানো হবে।

লিওনেল মেসি আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতের তিনটি শহরে সফর করবেন। তবে এবার ভিন্ন এক উপলক্ষে ভারতে পা রাখতে যাচ্ছেন তিনি। এশিয়ান দেশটিতে এসে একটি ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা আছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের। এমনটাই জানিয়েছে ভারতের প্রথম সারির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সফরের অংশ হিসেবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক বিশেষ ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন মেসি। সেখানে তার সঙ্গী হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মা।

ভারতের আরেক জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারত সফরে ৩টি শহর—দিল্লি, কলকাতা ও মুম্বাই ভ্রমণ করবেন মেসি। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা তারকা ফরোয়ার্ডের। সেখানে ভারতের তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত একটি ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি। যেখানে ভারতের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা থাকবেন। আয়োজকরা এখনও সবকিছু চূড়ান্ত করেনি। সূচি চূড়ান্ত হলে প্রকাশ করা হবে।

প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মেসিকে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হবে। সে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, এটি হবে মেসির ভারতে দ্বিতীয় সফর। এর আগে ২০১১ সালে তিনি ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ফের মেসির পদার্পণ ভারতের মাটিতে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন